অবতক খবর,৩০ জুলাইঃ জলের অপর নাম জীবন,জল ছাড়া মানব জীবন বেচে থাকা অসম্ভব।তাই অল্প খরচে সাধারণ মানুষের কাছে বোতল ভর্তি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে পানীয় জলে প্লান্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি।
পঞ্চায়েত অফিসের ক্যাম্পাসের সেই প্লান্ট তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান,অল্প খরচে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে এই উদ্যোগ।এই জলের প্লেন্টের ফলে মানুষ যেমন অল্প দামে ৫০০ এম এল,১ লিটার এবং ২০ লিটারের বিশুদ্ধ পানীয় জল পাবে পাশাপাশি কিছু মানুষ যেমন কর্মসংস্থান হবে এবং পঞ্চাতের সমিতির উপার্জন হবে।
এই প্লান্টের জন্য ফিফটিন ফিনান্স থেকে ৮০ লক্ষ টাকার প্রযেক্ট ধরা হয়েছে। প্রথম দফায় ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।পঞ্চায়েত সমিতির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।