অবতক খবর,২৮ নভেম্বর : না জানিয়ে জমি থেকে ধনেপাতা তুলে নেওয়ার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন জমির মালিকের পরিবারের দুইজন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষ্মীঘাট এলাকায়। পরিবারের সূত্রে জানা যায়, আক্রান্তরা হলেন মা কোহিনুর বিবি ও মেয়ে সিমা খাতুন। জানা গিয়েছে, এ দিন সন্ধ্যের দিকে জমির মালিককে না জানিয়ে বেশ কয়েকজন জমি থেকে ধনেপাতা তুলছিল।সেই ঘটনা চোখে পরে জমির মালিকের পরিবারের সদস্যদের।এই নিয়ে এদিন সন্ধ্যায় প্রতিবাদ করতে গেলে মা ও মেয়েকে ব্যাপক মারধর করে অভিযুক্ত সামেনা বিবি ও নুরজাহান বিবি সহ চারজন মিলে।আক্রান্তদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় এদিন রাত নটা নাগাদ তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক।বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।