অবতক খবর,১৪ মেঃ মালদার আদিবাসী অধ্যুষিত হবিবপুর থানার বুলবুলি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে জল সংকট। গরম পরতেই পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে।
বারবার বিভিন্ন জায়গায় জানিও কোন লাভ হয়নি।
বাধ্য হয়ে, গ্রামে টায়ার জ্বালিয়ে হাঁড়ি কলসি নিয়ে চলছে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের।
বুলবুলি গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকা এলাকায় চল্লিশটি পরিবার বসবাস করে রয়েছে একটি মাত্র সাবমার্সাল। সেই সাব মার্শালটি আবার পাশের গ্রামের লোকও ব্যবহার করে।
তীব্র গরমে জল স্তর নেমে যাওয়ায় জল উঠছে না মার্শাল থেকে। বাধ্য হয়ে গ্রামের নোংরা পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। যার ফলে দেখা দিচ্ছে চর্মরোগ। যে পুকুরে গরু মহিষ স্নান করে হাঁস চড়ে বেড়ায় সেই জল ব্যবহার করার ফলে বিভিন্ন রকম অসুখ দেখা দিচ্ছে।
গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি।
অন্যদিকে প্রকৃতির মার বলে কার্যতো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু। আর এই রাজনৈতিক টানাটানির মধ্যে তীব্র জল কষ্ট ভোগ করতে হচ্ছে এই এলাকার মানুষদের।