অবতক খবর , অভিষেক দাস , মালদা:- পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মত চাকরি না পেয়ে আমরণ অনশণে বসল মূলস্রোতে ফিরে আসা ১০০ কেএলও জঙ্গি।

আজ মালদার জেলা শাসকের দফতরের কাছে অনশণে বসে তাঁরা। তাঁদের অভিযোগ, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন

অস্ত্র তুলে দিয়ে যে সমস্ত কেএলও জঙ্গি মূলস্রোতে ফিরে আসবে তাঁদের হোমগার্ডের চাকরি দেওয়া হবে। কিন্তু তাঁরা মূলস্রোতে ফিরে এলেও প্রতিশ্রুতি পালন হয় নি।

উল্টে বিভিন্ন দফতর ঘুরে অর্থ খরচ করে এখন অসহায় অবস্থা তাঁদের। তাই মালদা জেলার ১০০ কেএলও জঙ্গি ও লিঙ্কম্যান আজ থেকে আমরণ অনশণ শুরু করল।