হক জাফর ইমাম :: অবতক খবর :: মালদহ :: মালদা শহরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বর্তমান প্রশাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মালদা ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস।
এদিন তিনি মালদা শহরের কালিতলা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অল্প বৃষ্টিতেই শহরের নিকাশি নালা গুলি বন্ধ হয়ে পড়ছে। হাটু জলে পরিণত হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ড। ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপার্ক, নেতাজী কলোনি, মালঞ্চ পল্লী ও ২৯ নম্বর ওয়ার্ড ৮,৯,১২ নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দা এই সমস্যায় ভুক্তভোগী। পুরবাসীর সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ ইংরেজবাজার পৌরসভার বর্তমান প্রশাসক বলে অভিযোগ করেন তিনি।
মালদা শহরের মালঞ্চ পল্লী এলাকায় জমি এবং বিল ভরাটের কারণে জল বাধাপ্রাপ্ত হচ্ছে। সে কারণেই জলমগ্ন হয়ে পড়েছে সমস্ত এলাকা। পচা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে, অনেকের পায়ে ঘা হয়ে গেছে। একাধিকবার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ চেয়ারম্যান কে জানানো হয়েছিল কোন রকম কর্ণপাত করেনি তারা।
এলাকাবাসীর দাবি অবিলম্বে পৌর যদি এই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।