অবতক খবর , সংবাদদাতা ,মালদা:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি , GST র টাকা ফেরত এবং আমফানে ক্ষতি ৫৪ হাজার কোটি টাকার দাবিতে, রাজ্যজুড়ে আন্দোলনে নামলো তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে সোমবার মালদা জেলার প্রতিটি ব্লকের পাশাপাশি ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। ইংরেজবাজার বিডিও অফিসের সামনে থেকে এই ধিক্কার মিছিল বের হয়ে , গোটা মালদা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে এসে শেষ হয়ে যায়। অবস্থান-বিক্ষোভে সামিল হন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর বাবলা সরকার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু, তৃণমূল নেত্রী চৈতালি সরকার, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য।

অবস্থান-বিক্ষোভ এর সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে ,তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব।