অবতক খবর , সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলিগুড়ি ফেরার পথে মালবাজারের বিজেপি কর্মিদের নিয়ে কর্মিসভা করলেন বিজেপির দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা।বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি ভবনে রাজু বিস্তা এই কর্মিসভা করেন।

উপস্থিত ছিলেন মাল টাউন মন্ডল সভাপতি দেবাশিষ পাল, নবীন সাহা,পঙ্কজ তিওয়ারী প্রমুখ নেতৃত্ব।এদিন রাজুবাবু সাংবাদিকদের বলেন,শিলিগুড়ি ফেরার পথে আমি মালবাজারে কর্মিসভা করছি।আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বিজেপি মন্ত্রীসভা গঠন করবে।

তৃনমূল কংগ্রেস রাজ্যে

যেভাবে দূর্নীতি, কাটমানি,পুলিশি অত্যাচার শুরু করেছে সে বিষয়ে মানুষ ওয়াকিবহাল আছেন।সেজন্যই সাধারণ মানুষ বিজেপির পাশে যথেষ্ট উৎসাহ নিয়েই দারাচ্ছেন। নিশ্চিতভাবেই বিজেপি মন্ত্রীসভা গঠন করবে।দিদির বিদায় নেওয়ার সময় এসে গেছে।