অবতক খবর,৫ এপ্রিল: মাস্টার প্ল্যান তৈরীর জন্য উদ্যোগ নিলেন নব নির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। দায়িত্ব পেয়ে ইংরেজবাজার পুরসভার রেল লাইনের ওপারে নিকাশি নালার এবং জলাজমি ভরাটের তদারকি করলেন কৃষ্ণেন্দু চৌধুরী। দীর্ঘদিন ধরেই পুরসভার ২৫,২৯ নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় জবরদখল,বেআইনি ভরাট এবং নিকাশি নালার খানিকটা অংশ জুড়ে বিভিন্ন ধরনের নির্মাণ হওয়ার অভিযোগ উঠেছিল।

আর সেই অভিযোগের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালে সরেজমিনে ওই দুই ওয়ার্ড পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি বলেন, নিকাশি নালার দখল করে যদি কোনো নির্মাণ হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । কারণ, বৃষ্টি হলেই এইসব এলাকায় জল জমার সমস্যার কথা শুনেছি । কোনরকম ভাবে বেআইনি ভরাট বরদাস্ত করা হবে না। শহরের নিকাশি ব্যবস্থা সমাধানে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন,ভোটের আগ এলাকার বহু মানুষ অভিযোগ করেছে বৃষ্টি হলে এই চাত্রাবিল সংলগ্ন এলাকার মানুষ জলবন্দী হয়ে পরে। যা মাসের পর মাস জল থাকে। সেই কারনে জল বের করার কোন পরিকল্পনা করেনি। আমাদের বোর্ড এইবার মাস্টার প্ল্যান করে জল নিকাশী ব্যবস্থা করবে। যাতে করে মানুষ বর্ষাকালে জলের তলায় না থাকে। ড্রেন বন্ধ করে কোন অবৈধ নির্মান করা হবে না। করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।