অবতক খবর :: নদীয়া :: আজ রবিবার মাটির টানে শান্তিপুরে চলে এলেন বর্তমান ভারতীয় দলের তারকা খেলোয়াড় প্রণয় হালদার সঙ্গে তাঁর গ্রাম ঘুরিয়ে নিয়ে গেলেন তাঁর সতীর্থ খেলোড়ার একঝাঁক ভারতীয় দলের তারকা কে ,ছিলেন প্রবীর দাস ,মহঃ রফিক ,অরিজিৎ সিং ।নিছকই গ্রামের বাড়িতে ঘুরতে আসা ,তাঁদের আসার খবরে পৌঁছে গিয়ে ছিল শান্তিপুর মেরিনার্সের সদস্যরা পুষ্প স্তবক নিয়ে শুভেচ্ছা জানাতে ।
প্রণয় বর্তমানে বারাকপুরে থাকে তারঁ বাবা প্রভাত হালদার ছিলেন বাবলা গোবিন্দপুরের বিখ্যাত খেলোয়াড় এবং পরবর্তীতে পুলিশ ফুটবল দলের কোচ যার হাত ধরে উথ্থান আজকের প্রণয়ের । তাঁরা গ্রামটি ঘুরে দেখেন এবং শান্তিপুর মেরিনার্স সদস্যদের সাথে কিছু সময় গল্প করে বারাকপুর ফিরে যান ,বর্তমানে প্রণয় এবং প্রবীর ATK মোহনবাগান দলের হয়ে ISL খেলছেন ।