দেউচি-পাঁচামিতে খনি হতে দিবে লাই। জাগছে আদিবাসী জনজাতি। নারীরা চলে এসেছে নেতৃত্ব দিতে।
২৫ ডিসেম্বর,’২১– বড়দিন, হরিণশিঙায় আদিবাসী নারীরা রুদ্রাণী হয়ে উঠল।
২৩ ডিসেম্বর আদিবাসী মায়েরাই দেওয়ানগঞ্জ ময়দানে গড়ে তুলেছিল পাল্টা প্রতিরোধ। মা তুঝে সালাম!

তমাল সাহা
এক)

মায়েরা জাগে

ইত্তদিন তুরা কুথাকে ছিলি?
ইত্তদিন তো তুদের দেখি লাই!

ই গিরামে মাইয়াদের লিগ্যে
ইখনো কুনো বড় ইস্কুল লাই!
কয়লার লিগ্যে
ইখন মুদের দিকে তুদের লজর পইড়ছে
মুদের খুব দাম বাইড়ছ্যে,
মানুষ মেইরে কইরবি কামাই!

জোত জমি সব কেইড়্যে লিবি?
হিম্মৎ বড়!আয় সামনে কইরব জবাই।

ইখানে খনি হবেক লাই
মুরা পরিবেশ দূষণ হুতে দিবক লাই
হরিণশিঙা শিঙায় দিয়াছে ফুঃ!
নয় কমিটি বানাইছে, লায়ক আইছে!
ভাগ হিয়াসে, ভাইগলি কিনা ত্যূ?

দুই)

লড়াকু মা লাল মাটি

ই মাটি বড় কঠিন মাটি রে
ই মাটি বড় কঠিন!
ই মাটি মুরা দখলেই রাইখব্যো
মুদের হাতে দা-কুড়াল,লাঠি-সঙিন।
ই মাটির রঙ বড় লাল রে
ই মাটির রঙ বড় লাল
বিহান বেলা সুয্যি উঠে
তার লিগে পাইত্যে দেয় গাল।

মুরা চাইনা খনি, চাই না খাদান
লড়াই হুবেক সামনাসামনি—
উইঠবে ঝড়, জঙ্গি তুফান
কাঁইপব্যে দেওয়ানগঞ্জ ময়দান।
ইসব দিকু, শালারা সব হারামি
জমির দখল রুইখ্যে দিব,
চুপ থাইকব্যে নাকি পাঁচামী!

মায়েরা জাইগছে,মায়েরাই তো মাটি!
তৈয়ার হ, চইলব্যেক লড়াই–
সাচ্চা লড়াই, মেকি লয় খাঁটি।

আরে স্লোগান তুল—
তুমি আমি– পাঁচামি! পাঁচামি!
তুর জমি মুর জমি
পাঁচামি!পাঁচামি!