অবতক খবর, কলকাতাঃ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বঞ্চিত PTTI ছাত্রছাত্রীদের নিয়োগের দাবিতে এবং সারা ভারতের অন্যান্য রাজ্যের ন্যায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো গঠনের দাবিতে মার্চ মাস ব্যাপি লাগাতার বিক্ষোভ কর্মসূচি নিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অঅ্য্যাসোসিয়েশন (WBPTTA) ।
সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, সেখানেই বিক্ষোভ কর্মসুচি দেখানো হবে। এই বিক্ষোভ কর্মসূচির দাবিগুলোর মধ্যে অন্যতম হল, সারা রাজ্য ব্যাপি সমস্ত জেলায় পোষ্টারিং সহ লাগাতার কর্মসুচি।
১ এপ্রিল থেকে কলকাতায় অবস্থান বিক্ষোভ কর্মসুচি নেওয়া হয়েছে। ওয়েষ্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, ‘দাবি পূরণ না হলে PTTI প্রশিক্ষণপ্রাপ্তরা বৃহত্তর আন্দোলনের পথে হাটবে ।’