অবতক খবর,১১ মার্চ: গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আজ বীজপুরে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে প্রতিবাদ প্রদর্শন করছেন তৃণমূল কর্মীরা। এমনকি বীজপুরের মহিলা তৃণমূল কর্মীরাও রাস্তায় বেরিয়ে এই ঘটনার প্রতিবাদ করছেন। তারা শুধু একটাই কথা বলছেন, ‘আজ দিদি আছেন বলেই আমরা আছি। যারা দিদির বিরুদ্ধে এই চক্রান্ত করে দিদিকে আঘাত দিয়েছেন তারা আমাদের প্রাণ নিয়ে নিক, কিন্তু দিদির যেন কিছু না হয়।’ এই স্লোগান দিয়ে তারা পথে নেমে বিজেপির বিরুদ্ধে এবং এই ঘটনার প্রতিবাদ করেন।

তারা আরও বলেন,’এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করেন, মানুষকে ভালোবাসেন এবং মানুষ যেভাবে তাঁকে আবার চায় তা দেখে ঈর্ষান্বিত বিজেপি দল। আর সেই কারণেই তাঁকে চক্রান্ত করে আঘাত করা হয়েছে।”
“বাংলা নিজের মেয়েকেই চায়” এই ব্যানার হাতে করে এবং স্লোগান দিতে দিতে প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা।