অবতক খবর,১৭ এপ্রিল: মিষ্টি প্রেমীদের জন্য সুখবর। এবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মিষ্টির দোকানের মালিকেরা দোকান খোলা রাখার সময়সীমা বৃদ্ধির আবেদন করেছিলেন। এরপরই আমরা মিষ্টির দোকান সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতদিন দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত অর্থাৎ চারঘন্টা মিষ্টির দোকান খোলা রাখার নির্দেশ ছিল। মিষ্টির দোকানের মালিকেরা গত ৩১শে মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দোকান খোলার সময় সীমা বৃদ্ধির আবেদন করেছিলেন। তারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলেন যে,তাদের দোকান খোলা রাখার সময়সীমা যাতে বৃদ্ধি করা হয়। এর কারণ হিসেবে তারা বলেন যে, দুপুরের ওই সময় দোকান খোলাটা তাদের পক্ষে লাভজনক হচ্ছিল না। কারণ সেইসময় রাস্তাঘাটে লোকসংখ্যা খুবই কম থাকে। আর যারফলে দোকানগুলির প্রায় ৯০ শতাংশ ক্ষতি হচ্ছিল। লকডাউনের আগে সকাল থেকে রাত পর্যন্ত যা বিক্রি হত এখন তার ১০ শতাংশ বিক্রিও হচ্ছে না। যারফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। পশ্চিমবঙ্গ মিষ্টি ব্যবসায়ী সমিতির কলকাতার সেক্রেটারি জগন্নাথ ঘোষ জানান,দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত দোকান খুলে কোন লাভ হচ্ছিল না। একটি দোকান খুললে একদিনে প্রায় ১ হাজার টাকা ব্যয় হয়। কিন্তু এখন দিনে ৪০০ টাকাও আমদানি হচ্ছে না। জানা গেছে, কলকাতায় বেশিরভাগ শ্রমিকই বাইরের। যারফলে মালিকেরা চাইলেও দোকান খুলতে পারছেন না। মিষ্টির কারিগরের অভাবে কলকাতায় ২০ শতাংশ এবং রাজ্যে ৪০ শতাংশ মিষ্টির দোকান খোলা হচ্ছে। দোকান খোলা রাখার সময়সীমা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা।