অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ    মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল পুজোর। খোদ মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হল তাদের পুজোর । এই অকল্পনীয় ঘটনায় খুশির হাওয়া জলপাইগুড়ি জেলার পুজো উদ্যোক্তাদের মধ্যে। করোনা কালে কি ভাবে চাঁদা তুলে পুজো করবে এই ভাবনা কুড়ে কুড়ে খাচ্ছিল মফস্বল কিংবা শহরের পুজো উদ্যোক্তাদের। সেই সময় এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সমস্ত পুজো কমিটি গুলিকে দিলেন ৫০০০০/- করে আর্থিক সাহায্য । এককালীন এতবড় মাপের আর্থিক সাহায্য পেয়ে হাসি ফোটে উদ্যোক্তাদের মুখে।

জলপাইগুড়ি পাতকাটা অগ্রনী সংঘের পুজো উদ্যোক্তা রাজেশ সরকার জানালেন আজ আমারা বড় সম্মান পেলাম। আমাদের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আমাদের মতো মফস্বল এলাকার পুজো খোদ মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। আমরা আজ অত্যন্ত আনন্দিত। ওনার কাছে চিরকৃতজ্ঞ।