অবতক খবর,১ ফেব্রুয়ারি: রাজ্য সরকারের নির্দেশে দীঘা,শঙ্করপুর,তাজপুর ও মান্দারমনি পর্যটন কেন্দ্র বন্ধ ছিল।গত দীর্ঘদিন যাবৎ এই পর্যটন কেন্দ্র গুলি বন্ধ ছিল।করোনা ভাইরাস তৃতীয় ঢেউ পদার্পণ করায় ভাইরাসের প্রভাব বৃদ্ধি পায়।সংক্রমণ প্রতিরোধে প্রশাসনিক তরফ থেকে এই এলাকা গুলিতে সম্পূর্ণ লক ডাউন জারি হয়েছিল।
লক ডাউনের পাশাপাশি জারি ছিল বেশ কিছু প্রটোকল। রাজ্য সরকার থেকে সচেতনতা জারি হয় ও সুন্দরী দীঘায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাল থেকে লক ডাউন তুলে নেওয়া হবে বলে জানান রাজ্য সরকার। দীঘা আবার স্বাচ্ছন্দে ফিরবে ।দীঘায় ফের পর্যটকদের আসর জমবে।রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাল থেকে দীঘা পর্যটকদের জন্য খোলা।
পর্যটকরা দীঘায় এসে আনন্দ উপভোগ করতে পারবেন।কিন্তু করোনা প্রটোকল মেনেই তবে,দীঘায় প্রবেশ।মাস্ক , স্যানিটাইজার,সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।এখন পরিস্থিতি স্বাভাবিক তাই দীঘা স্বাচ্ছন্দে ফিরছে।কিন্তু,ভাইরাসের পরিস্থিতি খারাপ হলে ফের লক ডাউন হতে পারে।