অবতক খবর,১৬ মার্চ,মুর্শিদাবাদ: মুম্বাইয়ে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হরিহরপাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম শাহাবুদ্দিন শেখ ( ৩৬)। বাড়ি হরিহরপাড়া থানার মহিষমারা গ্রামে। পরিবার সূত্রে খবর,প্রায় চার বছর ধরে স্ত্রীর সন্তানদের নিয়ে মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শাহাবুদ্দিন শেখ। শুক্রবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্ত্রী নার্গিসা বিবি।

উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা শাহাবুদ্দিনকে মৃত বলে ঘোষণা করে। খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার-পরিজনেরা। পরিবার সূত্রে জানা যায়, মহিষ মারা গ্রামের ভূমিপুত্র শাহাবুদ্দিন শেখ। বেশ কয়েক বছর ধরে হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর পুরাতনপাড়ায় শ্বশুরবাড়িতেই থাকতেন সে।

সংসারে রয়েছে স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা সন্তান। মৃত্যু নিয়ে ধোঁয়াশা পরিবারও। মৃত্যুর খবর পেয়ে মৃতের শ্বশুরবাড়িতে পৌঁছান হরিহরপাড়া ব্লক তৃণমূল সভাপতি আহতাবুদ্দিন শেখ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার তোর ঝোড় শুরু করেছে পরিবার।