অবতক খবর,১৭ আগস্ট: মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ১৭ নম্বর ওয়ার্ডের গাবতলা এলাকায় ভারত পেট্রোলিয়াম নামক একটি পাম্পে কিছু বাইক বাহিনী দুষ্কৃতী এসে হানা দেয় এবং কুড়ি হাজার টাকা নগদ ক্যাশ ও পাম্পের মালিকের গলার একটি প্লাটিনামের চেন ছিনতাই করে!
পুলিশে এফআইআর করেছে পাম্পের মালিক এবং ডোমকল থানার আইসি তদন্তের আশ্বাস দিয়েছেন।
এই নিয়ে হতাশা গ্রস্থ পাম্পের মালিক। দিনে-দুপুরে এরকম ছিনতাইয়ের ঘটনা এর আগে ডোমকলে ঘটেনি!