অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- জেলায় এল করোনা ভ্যাকসিন। আজ দুপুর একটা নাগাদ বহরমপুরের হেলথ অ্যাণ্ড ওয়েলফেয়ার দফতরে আসে করোনা ভ্যাকসিন। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আজ প্রায় ৩৭৫০০ ভ্যাকসিন আনা হয়েছে। আগামী শনিবার থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানালেন মুর্শিদাবাদ জেলার ২৬ জায়গায় পৌঁছে যাবে , এবং ভ্যাকসিন গুলি সঠিক পদ্ধতিতে রাখা হবে বলেও তিনি জানান।
ভ্যাকসিন এলেও এতদিন যে অভ্যাস দাঁড়িয়েছে মাস্ক পরা স্যানিটাইজার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সেটি সকল কে পালন করে চলবার কথা বলেন।