অবতক খবর,১০ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলা বিজ্ঞান মঞ্চ ও বহরমপুর দূর্গা বাহিনীর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করা হল ইন্দ্রপ্রস্থ।
এলাকায় সুন্দর ভারতী স্কুলের পেছনে পুকুর পাড়ে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে জানানো হয়, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার চারা গাছ শহরের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে এবং আগামী দিনেও যেভাবে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে, সেই দিক থেকে পৃথিবীকে ভালো রাখতে অবশ্যই সকলের কাছে বৃক্ষ রোপন করার আবেদন জানাচ্ছে বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
বহরমপুর দূর্গা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তারা আপ্লুত। এর জন্য তারা মুর্শিদাবাদ শাখা বিজ্ঞান মঞ্চ ধন্যবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে তারা জানালেন, একটি গাছ একটি প্রাণ। তাই যত বেশি করে গাছ লাগানো যাবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং এই করোনা পরিস্থিতিতে আরো বেশি করে সকলকে গাছ লাগাতে হবে এবং সুস্থ পৃথিবী গড়ে তুলতে হবে।