অবতক খবর,১৮ আগস্ট,বেলদা: সকালের মর্নিং ওয়াকে বেরোলে তার কাছে ছুটে আসে একাধিক পথ কুকুর! সাথে সাথে চলে তার। প্রতিদিনই নিয়ম করে রাস্তার পথকুকুরদের খাইয়ে নিজে মানসিক প্রশান্তি পান এক ব্যক্তি।
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা সুজিত চক্রবর্তী। পেশায় তিনি ঠিকাদার হলেও, নেশা সামাজিক কাজের। কখনো মেধাবী পড়ুয়াদের বই বিতরণ, কখনো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনো দায়িত্ব নেওয়া, কখনও আবার গরিব মেয়েদের বিয়ের বন্দোবস্ত করা, সারা বছর নানাবিধ সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকেন সুজিত বাবু। তবে সকাল থেকেই পথ কুকুরদের খাইয়ে তিনি মানসিক শান্তি পান। সকাল থেকে প্রায় ২৫ প্যাকেট বিস্কুট ৫০ এর বেশি কুকুরদের তিনি খাওয়ান। নিয়ম করে সকালে বিস্কুট খাওয়ান তিনি। বেলদা বাসস্ট্যান্ড থেকে শুরু করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে কুকুরদের বিস্কুট দেন তিনি। প্রসঙ্গত বাড়িতে পোষা কুকুরদের সকলের সময় মতো খাবার দিলেও পথে কুকুরেরা পায় না খাবার। তাই তাদের খাওয়াতে সুজিতবাবুর এই উদ্যোগ। প্রতিদিন সকালে হাঁটতে বেরিয়ে পরপর সকল কুকুরদের তিনি বিস্কুট খাওয়ান। প্রত্যেকটি কুকুরকে তার দেওয়া নাম ধরে ডেকে তিনি বিস্কুট খাইয়ে মানসিক শান্তি পান। অন্যান্য সামাজিক কর্মের পাশাপাশি পথকুকুরদের খাওয়ানোর, সুজিতবাবুর এই চিন্তা ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।