অবতক খবর :: শিলিগুড়ি :: ১৪ মে :: ‘বর্তমান পরিস্থিতিতে রাজনীতি না করে মানুষের স্বার্থে পুরনিগমের উচিৎ রাজ্য সরকারের পাশে থাকা’।শিলিগুড়ির মেয়রের উদ্দেশ্যে এমনই আবেদন করলেন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার।
উল্লেখ্য, আগামী ১৭ মে মেয়াদ শেষ হচ্ছে শিলিগুড়ি পুরবোর্ডের। বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে পুরনিগমকে সচল রাখতে বসানো হবে প্রশাসক। ইতিমধ্যে শিলিগুড়ির ক্ষেত্রে প্রশাসক মন্ডলীতে নাম উঠে এসেছে বর্তমান মেয়র অশোক ভট্টাচার্যের। তবে তাকে গুরুত্ব দিতে নারাজ রঞ্জন সরকার।
অন্যদিকে, কলকাতায় অনৈতিক ও পুরআইন না মেনেই রাজ্য সরকার প্রশাসক বসিয়েছে এমন অভিযোগ করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। এমন পদক্ষেপ নেওয়ার আগে পুরআইন সংশোধন করে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারকে।