অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মেহেদিপুর মোড়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু। মেহেবুব নামে এক ব্যক্তি NH34 এর উপর দিয়ে সাহারের বস্তা নিয়ে যাচ্ছিল জমিতে সার দেওয়ার জন্য।

সেই সময় লরি ধাক্কা মেরে ওপর দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছে জানা যায় বহরমপুর থেকে লরিটি মোর গ্রামের দিকে যাচ্ছিলো বলে যানা যায়। গাড়ি টিকে আটক করা যায়নি।

নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠিয়েছেন।