অবতক খবর,৭ জুলাই,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:ঢাকে কাঠি পড়ে গেল দুর্গাপূজার উৎসবে, হাতেগোনা আর কটা দিন বাকি আছে বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপূজা।

মন্তেশ্বর গ্রামের রায়বাড়ির দুর্গাউৎসব ৬৫তম বর্ষে পদার্পণ করল। ৬৫ বছরের পুজোর সূচনা হলো শুভ রথযাত্রার দুর্গা কাঠামযে মাটি দেওয়ার মাধ্যমে এলাকার বিশিষ্ট সমাজসেবী নবগোপাল হাজরা, ও এলাকার সাধারণ মানুষ এবং রায়বাড়ির তথা কালাচাঁদ রায়ের বংশধরদের উপস্থিতিতে আনন্দ উৎসাহের সঙ্গে ঢাক ঢোল , কাসর ঘন্টা বাজিয়ে পূজা অর্চনার মধ্য দিয়ে দুর্গাপ্রতিমার মেরের কাঠাময় মৃৎশিল্পীদের দ্বারা মাটি লাগানোর মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠউৎসব মন্তেশ্বরের রায় বাড়ির দূর্গা পূজার সূচনা হলো।

স্বর্গীয় কালাচাঁদ রায়ের বংশধররা ও এই পূজার সঙ্গে প্রথম বছর থেকে জড়িত মন্তেশ্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী নবগোপাল হাজরা বলেন এই পুজো বিশেষ চমক বলে কিছু নেই, বাঙালি ঘরোয়ানায় সোলার সাজে এই প্রতিমাকে সাজানো হবে। আনন্দ উৎসাহের সঙ্গে পুজো অনুষ্ঠিত হয় বলে জানান তারা।