রাজনীতি কোনদিকে যায়? তৃণমূলের চেয়ারম্যান সুবোধ অধিকারী এবং বিজেপি নেতা শুভ্রাংশুর বক্তব্য রহস্যময়
অবতক খবর,২৪ নভেম্বর: বীজপুরের রাজনীতি কিভাবে চলছে, রাজনৈতিক নেতারা কিভাবে তাদের বক্তব্য রাখছেন সেদিকে বীজপুরবাসীর দৃষ্টি আকর্ষিত হয়েছে। তৃণমূল চেয়ারম্যান হলেও সুবোধ অধিকারী কোন ক্ষেত্রেই বিধায়ক শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে কোনরকম বাক্য উচ্চারণ করেন না। তৃণমূল থেকে বিজেপিতে আগত বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায় পূর্ববর্তী কালে সুবোধ অধিকারী সম্পর্কিত বিভিন্ন বিরূপ মন্তব্য করলেও বর্তমানে দেখা যাচ্ছে যে তিনি তাতে লাগাম টেনেছেন। ফলত এই দুই নেতার বক্তব্যের মধ্য দিয়ে সাধারণ মানুষ একটি রাজনৈতিক যোগসূত্র খুঁজে পাচ্ছেন এমনই একটি ধারণা তৈরি হয়েছে।
রায় পরিবার এবং অধিকারী পরিবারের সঙ্গে যোগসূত্র বরাবরই ছিল। কারণ তারা দুই পরিবারই ছিলেন তৃণমূল পন্থী। বর্তমানে তারা দুই বিরোধী দলের নেতা। বিভিন্ন যে উৎসব অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে এই শারদ উৎসব এবং ছট্ পুজোর সময় দেখা দিয়েছে, যদিও এই উৎসব সাধারণ মানুষের উৎসব। তবুও দেখা গিয়েছে যে, শুভ্রাংশু রায় সুবোধ অধিকারী সম্পর্কে যে মন্তব্যগুলো করছেন সেগুলো তাদের মধ্যে যে হৃদয় গত একটি সম্পর্ক রয়েছে তা তিনি প্রকাশ করছেন। তিনি বলছেন, সুবোধ অধিকারী বিরোধী রাজনীতি করলেও তাঁর সঙ্গে যে তাঁর সম্পর্ক ঠিকই আছে তাতে কোন অসুবিধা নেই, ভিন্ন রাজনীতি করলেও সম্পর্কের টানাপোড়েন থাকবে কেন!
আগামী নির্বাচনে যেই জিতুক না কেন সুবোধ অধিকারীর সঙ্গে তাঁর যে সম্পর্ক আছে সেই সম্পর্ক বজায় থাকবে রাজনীতির ঊর্ধ্বে থেকে। রাজনৈতিক সংকীর্ণতা মানুষের সম্পর্কের কোনো বাধা হতে পারে না এমনই বক্তব্য তিনি ছট্ পুজোর বিভিন্ন উৎসবে রেখেছেন।
কিন্তু সাধারণ মানুষ বর্তমানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু দেখেন, আলোচনা করেন। তারা কিন্তু এর মধ্যে রহস্য খুঁজে পাচ্ছেন।