অবতক খবর,৩০ নভেম্বর: করোনা মহামারী যেমন বিশ্বে মৃত্যু-মিছিল তৈরি করেছে ঠিক তেমনি মানুষকে জীবনের নতুন নতুন পথ দেখিয়েছেন। যেমনটা ঘটেছে হুগলির চুঁচুড়া থানা ব্যান্ডেল নিবাসী অলক কুমার রায় ক্ষেত্রে । দুই হাজার কুড়ি সালে করোনার সময় শুধু সৌদি থেকে কাজ ছেড়ে চলে আসতে হয়। তবে সেখান থেকে শিখে ঘোড়ার প্রতি ভালোবাসা এবং তার সাথে হর্স রাইডিং শিখে আসেন।
ক্রমাগত পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির প্রতিবাদে তিনি জন্মাষ্টমীর দিন কলকাতার হেস্টিংস থেকে প্রায় 2 লক্ষ কুড়ি হাজার টাকা একটি ঘোড়ার কিনলেন। অলোক বাবুর বাড়িতে তার একটি এনফিল্ড বাইক আছে ওটা তিনি আর ব্যবহার করেন না। নিত্য কাজে জান্নাত হিসেবে এখন তার সঙ্গী ঘোড়াটিকে নিয়ে ব্যান্ডেল ও চুঁচুড়ার পথে টগবগিয়ে ছুটে চলেন।
এলাকার মানুষ খুবই খুশি এবং তারা বাড়িতে বসেই ঘোড়া ছুটছে এবং তার খুরের আওয়াজ কানে আসছে। আবার তিনি কালীপুজোর দিন হেস্টিংস থেকে তিন লক্ষ টাকা দিয়ে আরেকটি ঘোড়া কেনেন। অলোক বাবুর পরিকল্পনা তিনি উন্নত ধরনের হর্স রাইডিং গড়ে তুলবেন। হুগলি জেলা থেকে সিনিয়র রিপোর্টার বিকি মান্না।