অবতক খবর ,হুগলি ::রবিবার  রাত দশটা নাগাদ এক পথ দুর্ঘটনার শিকার হল মাদ্রাসায় ফাজিল পরীক্ষায় (উচ্চ মাধ্যমিক সমতুল্য) ২০১৯ সালে রাজ্যে প্রথম স্থানাধিকারী এক মেধাবী ছাত্র শেখ হাবিবুল্লা (১৯)। হুগলির ফুরফুরায় এই দুর্ঘটনা ঘটে ও গুরুতর  জখম হয়। তাঁর বুকে, মাথায় চোট লাগে। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ তাকে  চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও  শেষ পর্যন্ত সোমবার রাতে তাঁর মৃত্যু ঘটে।
পরিবার পরিজন সূত্রে জানা যায় ,মৃত শেখ হাবিবুল্লা কৃষ্ণরামপুরের কুমিরমোড়ার বাসিন্দা।  চণ্ডীতলা হাবিবুল্লাও তার ভাই শেখ মনতাকিমের বাইকের চেপে নতুন জামা আনতে গিয়ে বাইক চালানোর সময় ব্রেকে কিছু সমস্যা দেখা দিলে রাস্তায় পড়ে গিয়ে হাবিবুল্লা গুরুতর জখম হয়। বছর দুই আগে বাবা মারা যান ও কাকার কাছে মানুষ হয়েছিল হাবিবুল্লা। গ্রামে শেষকৃত্য সম্পন্ন হলে গ্রামের মানুষজনের সবার চোখের জল ভরে  আসে।
Acci
মাদ্রাসা শিক্ষা সংগঠন সূত্রে জানা যায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য নিয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছিল হাবিবুল্লা।পুলিশ সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায়  হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালানোর ফলে দুর্ঘটনাটি  ঘটেছে।