অবতক খবর,৬ জানুয়ারিঃ আজ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী তিনি সাংবাদিক বৈঠকে বলেন সরকার যতই মিড ডে মিল নিয়ে বলুক না কেন রাজ্যের বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যাচ্ছে মিডডে মিলের অবস্থা খুবই খারাপ। এই প্রশ্নের উত্তরে অধীর বলেন যে রাজ্যে মিড ডে মিলের অবস্থা কোথাও ভালো নেই। তিনি বলেন সামনে পঞ্চায়েত ভোট কিছু তো বলতে হবে তাই এখন মিড ডে মিল নিয়ে শাসক দল ঢাক পিটাতে শুরু করেছে তাও এপ্রিল মাস পর্যন্ত।
তিনি বলেন আমার প্রস্তাব কবিদের সংক্রমণ কবিদের আক্রমণ সারা ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনের যে বিপর্যয় ডেকে এনেছে তার থেকে পশ্চিমবঙ্গ বাদ যায়নি। তিনি বলেন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে অভাব অনটন বেড়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যেখানে পাঁচ কিলো করে আনাস দেয়া হতো খাদ্যদ্রব্য দেয়া হতো মাথাপিছু। খাদ্য সুরক্ষা আইনের প্রাপ্য চাল গম দেয়ার পরেও কবিদের কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে পাঁচ কিলো করে যে খাদ্যশস্য দেয়া হতো সেটা বন্ধ হয়ে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি এও বলেন যে তিনি ভারতবর্ষের পার্লামেন্টে দাবি করেছেন এটাকে চালু রাখার জন্য ,চালু রাখা হয়নি। তিনি বলেন আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দাবি করব কেন্দ্র বন্ধ করতেই পারে কিন্তু আপনি আপনার রাজ্যর পক্ষ থেকে এই বাংলার সাধারণ গরিব মানুষদেরকে পাঁচ কিলো করে যে গরিব কল্যাণ যোজনার খাদ্যশস্য বন্টিত হতো যেটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা আপনি চালু করে দেন। তিনি বলেন পশ্চিমবঙ্গের ধান গম এর অভাব নেই তাই আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রকল্প পুনরায় চালু করুন। যেখানে মানুষ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে বরাদ্দ সেই বরাদ্দ থেকে বঞ্চিত হলেও রাজ্য সরকার সেই বঞ্চনা পূরণ করে দেখ বলে তিনি বলেন।
তিনি বলেন উড়িষ্যা সরকার প্রধানমন্ত্রীর বরাদ্দ বন্ধ করে দেয়ার পর তারা নিজে থেকে মানুষের কাছে গরিব কল্যাণ যোজনার বরাদ্দ পুষিয়ে দিয়েছেন বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন উড়িষ্যা সরকার যদি এটা করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন পারবে না আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার এই বরাদ্দ জনগণকে পুষিয়ে দেক। তিনি মিড ডে মিল সম্বন্ধে বলেন আপনারা তো জানেন এটি একটি স্বল্প আয়ুর প্রকল্প যে সরকারের নুন আনতে পান্তা ফুরায়, সেই সরকার পঞ্চায়েত ভোটের আগে মানুষকে প্রলোভৃত করার জন্য এই সমস্ত কথা বলছেন বলে তিনি দাবি করেন তিনি বলেন যদি চালু করে তবে খুব খুশি হব, আরো খুশি হব যদি এইটা চলমান হয় নির্দিষ্ট সময়ের জন্য নয়, যতদিন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার থাকবে যতদিন পশ্চিমবঙ্গের স্কুলে পুলে ফল দুধ মাংস মাছ দেয়ার ব্যবস্থা থাকবে এইটা মুখ্যমন্ত্রী ঘোষণা করুক আজকের সাংবাদিক বৈঠকে বললেন অধীর রঞ্জন চৌধুরী।