অবতক খবর,২১ আগস্ট: যত সময় এগোচ্ছে ততোই মর্ডান হয়ে উঠেছি আমরা। অত্যাধুনিকতার জেরে আমাদের অভ্যাসও পাল্টাচ্ছে। শহরে জায়গা করে নিয়েছে পানশালা।
শহরের আনাচে-কানাচে বেড়েই চলেছে এই পানশালা অর্থাৎ বার। আর এই বারের আড়ালে চলছে বহু অবৈধ, অনৈতিক কাজকর্ম। তাছাড়া এই বার নিয়ে বরাবরই অভিযোগ।
সময় পেরিয়ে গেলেও চলতে থাকে এই পানশালার পার্টি। জমজমাট গান,নাচ এবং নেশা চড়তেই মাঝে মাঝে বেধে যায় গন্ডগোল,মারপিট।
পানশালার এই অহেতুক ঝুট ঝামেলা অশান্তি কমাতে এবার আবগারি দপ্তরের নতুন নির্দেশিকায় বাধ্যতামূলক করা হয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি।
রাজ্যের সমস্ত পানশালায় সিসিটিভি ক্যামেরা,ভিডিও, ছবি সঙ্গে অডিও রেকর্ড রাখতে হবে বলে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে।
সিসিটিভি বাধ্যতামূলক করার পাশাপাশি আরও জানানো হয়েছে,কিভাবে কতক্ষণ ভিডিও-অডিও রেকর্ড রাখতে হবে, তা নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে পানশালার মালিকদের। নির্দেশিকা অনুযায়ী এক ঘণ্টা আগে থেকে সারা রাত ভোর চারটে পর্যন্ত অডিও ভিডিও সিসিটিভি ক্যামেরায় ভালো রিয়েল-টাইমে রেকর্ড রাখতে হবে।
আবগারি দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে সমস্ত পানশালাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে এবং ৩০ দিনের সমস্ত ডেটা অডিও ভিডিওর রেকর্ড সংগ্রহ করে সুরক্ষিত রাখতে হবে।