অবতক খবর,১১ নভেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত আলুর বীজ হাইটেক বঙ্গশ্রী এর বিপণন কেন্দ্র ইসলামপুর জীবন মোর এ রাজ্যের মধ্যে প্রথম খোলা হল। আজ এই বিপণন কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মার ক্লাবের বিভিন্ন সদস্যরা।
এই আলুবীজের বিপণন কেন্দ্র খোলা হলো তাতে খুবই আনন্দিত ইসলামপুর শহরের এবং ইসলামপুর এর বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে আলু চাষ হয়ে থাকে।এই আলু চাষের মৌসুম শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে এই আলুবীজের বিপণন কেন্দ্র ইসলামপুর শহরের জীবন মোড় এলাকায় বিপণন কেন্দ্র খোলা হল।
কৃষকরা সহ আলু আলু চাষের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকেই লাভবান হবে বলে জানান পৌর প্রশাসক। তিনি আরো বলেন এই আলু বীজ পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত উত্তরবঙ্গে এই ব্রিজের তৈরি করা হয়েছে হাইটেক আলু বিচ যার নাম বঙ্গশ্রী এবং এই আলুবীজের ফলনও ভালো হবে বলে তিনি মনে করেন।