অবতক খবর :: মুর্শিদাবাদ ::    লকডাউন এর কারণে খাদ্যের অভাব ও অর্থ না থাকায় বাড়ি ফিরতে পারছিলেন না আশিক ইকবাল মন্ডল (২২)। মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন।

মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তর্গত ডোমকল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সংসারে দারিদ্রতা থাকায় কেরলের শ্রমিকের কাজ করতে যায়। রাজ্য সরকারের প্রচেষ্টায় এবং মুর্শিদাবাদ জেলা সাংসদ আবু তাহের খান এর সহযোগিতায় ডোমকল পৌরসভার পৌর পিতা জাফিকুল ইসলামের একান্ত পরিশ্রমে কেরালা থেকে মৃতদেহ ফিরল ডোমকলের বাড়িতে বলে জানান ডোমকল টাউন তৃণমূল সভাপতি কামরুজ্জামান মন্ডল, এবং তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় মৃতের পরিবারকে সবরকম সাহায্য করা হবে।

মৃতদেহ আসার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়ে আত্মীয়-স্বজন এবং গ্রামের বাসিন্দারা। শোকের ছায়া এলাকাজুড়ে।