অবতক খবর , সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- করোনা আবহে দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ হয়ে যায় মহিষাদলে সাংস্কৃতিক অনুষ্ঠান।ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত শিল্পীরা কষ্টে দিন কাটাতেন ৷ তাদের কষ্টের কথা ভেবেই রাজ্য সরকার শিল্পীদের বিভিন্ন ভাবে সাহায্য করে চলেছে। পাশাপাশি লোকশিল্পীদের ভাতার ব্যবস্থাও করেছেন। আর সেই ভাতা পাওয়ায় করোনা আবয়ে কোনো রকমে পরিবারের মুখে অন্ন তুল দিতে পারছে লোকশিল্পীরা।বিগত সরকারের আমলে লোকশিল্পীদের কথা ভাবা হতো না।
ফলে অনেক কষ্টে দিন কাটিয়েছে বলে জানান শিল্পীরা।এখন মা মাটি মানুষের সরকার , ক্ষমতায় আসার পর রাজ্যের লোকশিল্পীদের জন্য প্রতিমাসে ভাতার ব্যবস্থা করেছেন। সেই ভাতা পাওয়ায় লোকশিল্পীরা খুশি হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি গানের মাধ্যমে সাধারন মানুষের কাছে পৌচ্ছে দিচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি ধাপে বাংলার মা মাটি মানুষের সরকার নানা প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। প্রকল্পের সুবিধা পেয়ে , যেমন খুশি সাধারন মানুষ তেমনি যারা প্রকল্পের সমন্ধ্যে কিছু জানেনা তাদের লোকশিল্পী গ্রামের প্রান্তিক এলাকায় গিয়ে গানের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেস্টা করেছে। এছাড়াও দূর্ঘটনার এড়ানোর জন্য কি কি করনীয় তা লোকশিল্পীরা গানের মাধ্যমে তুলে ধরছেন।