অবতক খবর,২৩ মার্চঃ দোড়গোড়ায় পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই বোমা,গুলি উদ্ধার হচ্ছে। মুর্শিদাবাদের রানীনগরে সপ্তাহ খানেক আগে একটি বাগানের মধ্যে ১২টি তাজা সকেট বোমা উদ্ধার হয়। তারপর ফের আবার সেই রানীনগর থেকেই আবারও বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। তাহলে কি এবার পঞ্চায়েত নির্বাচনে বড়সড় হিংসা অপেক্ষা করছে রাজ্যবাসী। এবারও কী রক্ত ঝরবে পঞ্চায়েত নির্বাচনে! আবারও কী তাহলে মায়ের কোল খালি হবে! সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল থেকে উঠছে। রানীনগর থানার ডেপুটিপাড়া ইলশেমারী মাঠের মধ্যে গতকাল গভীর রাতে বোমা তৈরি হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পায় পুলিশ। তারপর বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান চালায় রানীনগর থানার পুলিশ প্রসাশন। সেই সময় একটি জমির মধ্যে থেকে ১৪টি তাজা সকেট বোমা উদ্ধার হয়। সেইসঙ্গে বোমা তৈরির মশলা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর শোনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা যায়, ফাঁকা মাঠের মধ্যে একটি জমির মধ্যে রাতের অন্ধকারে বোমা তৈরি হচ্ছিল। সেই খবর আজ সকালে পুলিশ জানতে পারে। তারপর খোঁজাখুজির পর ঘটনাস্থল থেকে ১৪টি তাজা সকেট বোমা উদ্ধার হয়। এবং সেখান থেকে বোমা তৈরির মশলা সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান।