অবতক খবর,২ ফেব্রুয়ারি: আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই নবনির্মিত কালীমন্দিরের শুভ উদ্বোধন হলো। রামনগর পান বাজার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে কালীমন্দিরের উদ্বোধন হয়।মন্দির উদ্বোধন করেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি।এই শুভ ক্ষণে উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়,পঞ্চায়েত সমিতির সহ – সভাপতি নিতাই চরন সার,প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা স্বদেশ নায়ক,পান বাজার ব্যাবসায়ী সমিতির কর্মকর্তা গণেরা।
এছাড়াও ছিলেন অন্যান্য এলাকার শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গ।কয়েক লক্ষ টাকার ব্যায়ে মন্দিরটি উদ্বোধন হয়।সুন্দরী দীঘা, শঙ্করপুর যেতে হয়ে এই রাস্তা দিয়েই যেতে হয় পর্যটকদের।মন্দিরটি পর্যটকদের জন্য এক বাড়তি পাওনা রূপে বিদ্যমান।মন্দির হওয়ায় সাধারণ মানুষ যেমন খুশি তেমনই পর্যটকরাও উপকৃত হবেন।
শুধু পুজোঅর্চনার জন্য নয় বিবাহের সম্পন্নে বিশেষ ভূমিকা পাবে এই মন্দির। কারন, এই মন্দিরে বিবাহ রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ হয়েছে।তাছাড়া বিবাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন রামনগর ১ ব্লকের আধিকারিক।পান বাজার ব্যাবসায়ী সমিতির এই উদ্যোগে মানুষেরা অনুপ্রাণিত হন।