অবতক খবর , রণজিৎ , উত্তর দিনাজপুর :- গ্রামটির নাম বিন্নাবাড়ি। সোনাপুর থেকে যে রাস্তাটি অয়েল ইন্ডিয়া হয়ে চলে গেছে হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের দিকে ।সেখানেই এই গ্রামের অবস্থান। রাস্তা তৈরির কাজ শুরু হওয়া মাত্রই নানান জটিলতার জেরে বন্ধ হয়ে গেল তা।
আর এর মাশুল গুনতে হচ্ছে এলাকার বাসিন্দাদের কারণ ,ওই বোল্ডারের উপর দিয়ে চলাচল করতে নাভিশ্বাস উঠছে তাদের। এই বিষয়টি বিভিন্ন জায়গায় এবং দপ্তরে জানিয়েও কোনো কাজ না হওয়ায় অবশেষে ওই রাস্তার উপরে দাঁড়িয়েই দিনভর বিক্ষোভ দেখালেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, শাসকদলের ওই এলাকার নেতৃত্বদের একাংশ ঠিকাদারের কাছ থেকে কিছু সুবিধা চাওয়ায় ঠিকাদারি সংস্থা আর পেরে ওঠেননি। ফলে তাদেরকে কাজ ছেড়ে চলে যেতে হয়েছে। অবিলম্বে সংশ্লিষ্ট ঘটনার তদন্তের দাবি জানানোর পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে সেখানে রাস্তাটি সম্পূর্ণ করার জোরালো দাবি উঠেছে এলাকার বাসিন্দাদের তরফে। এলাকার বাসিন্দা মহম্মদ হাসান ও মহম্মদ সামাদররা জানান, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাস্তা খারাপ থাকার জন্য যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে ছিল। কাজ শুরু হওয়ার পর তারা একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিলেন।
কিন্তু তারপর এই ঘটনার জেরে আবার তারা আশাহত হয়ে পড়েছেন। তবে রাস্তা তৈরির প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে যে তারা সরে দাঁড়াচ্ছেন না তা পরিষ্কার তাদের দাবিতে ,তাদের কথাতেই।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদ জানান ,এধরনের একটা ঘটনা ঘটেছে সেখানে। তিনি বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে আলোচনা করেছেন এবং খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু করা হবে। পাশাপাশি অবিলম্বে যাতে রাস্তার কাজটি শেষ করা যায় সে বিষয়েও তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।