অবতক খবর,২৭ ডিসেম্বরঃ রাস্তার মধ্যে বসে পরে আত্মহত্যার চেষ্টা যুবকের। প্রথমে হাতের শিরা কাটে ওই যুবক।সেটাও ফেল হয়ে যাওয়ায় এবার রাস্তার মাঝখানে বসে আত্মহত্যার চেষ্টা বর্ধমানে।

হঠাৎ বর্ধমান শহরের কোর্ট কোম্পাউন্ড এলাকায় মঙ্গলবার এক যুবকের আত্মহত্যার চেষ্টা করে রাস্তার মাঝখানে বসে।অনুমান বর্ধমান শহরে বাড়ি যুবকের কেনোই বা আত্মহত্যার চেষ্টা এখনো সঠিক কারন জানা যায়নি।যুবকের হাতের সিরা কেটে প্রথমে আত্মহত্যার চেষ্টা করে শিরা কেটেও খেন্ত নয় যুবক এবার রাস্তার মাঝখানে বসে পরে যুবক।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ এসে যুবককে আটক করে নিয়ে যায়। পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় যুবকের মুখ থেকে বলতে শোনা গিয়েছে আমার লাস পরে যাবে আমাকে কেউ আটকাতে পারবেনা।