অবতক খবর :: রায়গঞ্জ ::    বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিষেধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা ঠিক সে সময়ই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা। সোমবার এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জে।

এদিন সকাল থেকে উপোস থেকে মাটি খুড়ে তাতে লাড্ডু, জবাফুল, লবঙ্গ দিয়ে পুজো দিলেন রায়গঞ্জের বন্দর শ্মশান কলোনীর মহিলারা। এদিন রায়গঞ্জের বন্দর পৌর শ্মশানঘাটে এই পুজো হতে দেখে কৌতুহলী অনেকেই হাজির হন। ওই মহিলাদের দাবী পশ্চিমি রাজ্য গুলিতে কিছু মহিলারা এই পুজো উপাচার করে তাদের সোশ্যাল মিডিয়ায় পাঠিয়েছেন। যা দেখে তারাও এই করোনার করুনা পেতে, ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যান কামনায় এদিন এই পুজোর আয়োজন বলে মহিলারা জানান।