অবতক খবর,১৫ নভেম্বর: রেল অবরোধ তুলতে গিয়ে পুলিশের লাঠিচার্জ অশোকনগর স্টেশনে। একঘন্টার বেশি সময় ধরে চলা অবরোধ তুলতে গিয়েই পুলিশের সাথে বচসা যাত্রীদের,পরিস্থিতি সামাল দিতে এবং রেল পরিষেবা স্বাভাবিক করতেই রেলপুলিশ লাঠি উঁচিয়ে ধাওয়া যাত্রীদের।

অশোকনগরে রেল অবরোধ নিত্যযাত্রীদের, বন্ধ হয়ে পড়েছে সড়কও। ধুন্ধুমার কান্ড অশোকনগর রোড স্টেশনে শুক্রবার সকালে ।অবরোধকারী নিত্যযাত্রীদের দাবি মাঝেরহাট লোকাল কেন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাবে না!কেন বারাসত পর্যন্ত যাচ্ছে সেই ট্রেন!বারাসত থেকে ট্রেন পরিবর্তন করে সেইসব যাত্রীদের কে অন্যট্রেনে উঠতে হচ্ছে।দীর্ঘদিন ধরেই বন্ধ এই মাঝেরহাট লোকাল, ফলে যাত্রীদের সমস্যায় পড়ছে।মাঝেরহাট লোকাল পুনরায় চালু করার দাবি জানায় যাত্রীরা।

যেই ট্রেন মাঝেরহাট পর্যন্ত যেতো,সেই ট্রেন এখন বারাসত পর্যন্ত যাচ্ছে,ফলে ট্রেন থেকে নেমে দত্তপুকুর লোকালে উঠতে হচ্ছে যাত্রীদের,দত্তপুকুর লোকালে উঠলে,সেই ট্রেনে অতিরিক্ত ভিড় হয়ে যাচ্ছে।অবিলম্বে মাঝেরহাট লোকাল চালু করতে হবে,রেলের কাছে এই দাবি জানিয়ে শুক্রবার সকালে অবরোধ শুরু করে এদিন যাত্রীরা।অশোকনগর স্টেশন অবরোধ করা হয়,আপ ডাউন দুটি ট্রেন আটকে বিক্ষোভ যাত্রীদের। অশোকনগর স্টেশন সংলগ্ন ৩ নম্বর রেলগেট অর্থাৎ যশোররোড এর উপর রেলগেট ফেলার কারণে বন্ধ হয়ে পড়ে যশোররোডের যান চলাচল। স্তব্দ যশোর রোডের যান চলাচল।

সকাল ৮:১৫ থেকে শুরু হয় অবরোধ। সকাল ৭;১২ আপ শিহালদহ-বনগাঁ লোকাল এবং ৭:৫৩ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল ৮ টা ১৫ নাগাদ অশোকনগর স্টেশনে এলে যাত্রীরা অবরোধ শুরু করে।একঘন্টার উপর অবরোধ চলার পরেও অবরোধ না উঠলে রেলপুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা ধাক্কাধাক্কি যাত্রীদের।

অবশেষে লাঠিচার্জ যাত্রীদের উপর পুলিশের।ব্যপক উত্তেজনা এইমুহুর্তে অশোকনগর স্টেশন চত্তরে এই অবরোধ কে কেন্দ্র করে।