অবতক খবর :: নদীয়া ::    পর পর দুজন ডাক্তারবাবু আক্রান্ত হওয়ায়, রোগী পরিষেবার ব্যাপারে দুশ্চিন্তায় ছিলেন ডাক্তারবাবুরা। কিন্তু আজ ওই হাসপাতালে দুই জন ডাক্তার বাবুর রিপোর্ট পজিটিভ না আসলেও তারা চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় আগামী দিনে যদি ওই ডাক্তারবাবুর পজিটিভ রিপোর্ট আসে সে ক্ষেত্রে ডাক্তারবাবুদের মাধ্যমে রোগীদের গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। তাই স্বাস্থ্য দপ্তর এবং সাব ডিভিশনাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড ডক্টর জয়ন্ত বিশ্বাস আপাতত সমস্ত রোগী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন।

আজ রাত এগারোটা নাগাদ তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান ডাক্তারবাবুদের মাধ্যম দিয়ে রোগীদের সংক্রমণ অত্যন্ত বেদনাদায়ক! সে ক্ষেত্রে আপাতত জেলার অন্যান্য হাসপাতালগুলিতে পরিষেবা পেতে পারেন রোগীরা। কিন্তু মেল ফিমেল ওয়ার্ডে ভর্তি থাকা ইমারজেন্সি তে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা থেকে এড়িয়ে থাকাই ভালো। তবে তিনি আশাবাদী অতি শীঘ্রই স্বাস্থ্য দপ্তর সদর্থক কিছু ভূমিকা নেবেন।