অবতক খবর :: শিলিগুড়ি :: ১১ মে :: লকডাউনের প্রভাবে কাজ হারিয়েছেন অনেকেই,যারা সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হলেন তাদের মধ্যে অন্যতম হলেন সংবাদমামের বিজ্ঞাপন বিভাগে যারা যুক্ত। সংবাদপত্র থাকলেও বিজ্ঞাপন গ্রহীতাদের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ, সংবাদপত্র থাকলেও বিজ্ঞাপনের চাহিদা একেবারেই তলানিতে। লকডাউনের প্রভাবে দোকান ব্যবসা সবই বন্ধ।
কাজেই ব্যবসায়ে আয় উপার্জন একেবারেই নেই বললেই চলে,কয়েকটি প্রধান দৈনিকের বিজ্ঞাপন যারা গ্রহন করেন বা যারা বিজ্ঞাপন যারা তুলতে যান তাদের অবস্থা কিছুটা হলেও ভাল। বাদবাকি যারা বিজ্ঞাপনের সাথে যুক্ত তাদের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চয়তার পথে। কবে আবার এই সমাজ তার নিজস্ব ছন্দে ফিরবে তা জানেন না কেউই। কাজেই সমস্যায় পড়ে গেছেন দেশের তাবড় তাবড় বিজ্ঞাপন গ্রহীতারা।লকডাউনের কারনে বহু সংবাদপত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে কারন অধিকাংশ সংবাদপত্রই বিজ্ঞাপনের উপর কিছুটা হলেও নির্ভরশীল। কাগজই যদি না থাকে কি হবে তাদের ভবিষ্যৎ,এই সমস্যা কি আদৌ সমাধান করা সম্ভব?এই কথাই এখন সবার মুখে মুখে। সব মিলিয়ে সংবাদপত্রের একটি অংশ আজ চুড়ান্ত সঙ্কটে।