অবতক খবর :: মালদহ :: কালিয়াচক-২ ব্লকের হামিদপুরে গঙ্গার ঘটে হঠাৎ ফ্রি হল যাতায়াত। ২ এপ্রিল বৃহস্পতিবার থেকে চালু হল এই ফ্রি এবং লকডাউন চলাকালীন থাকবে এই ব্যবস্থা।
পঞ্চায়েত সূত্রে জানা গেছে এই ঘাট পারাপার হতে ৫/২০ টাকা দিতে হয় । কৃষক, দিনমজুর, মাছ বিক্রেতা , সহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন। প্রায় পাঁচ হাজার মানুষ এই ঘাটে পারাপার হয়ে থাকেন । করোনা ভাইরাস রুখতে চলছে লকডাউন। লক ডাউন সফল করতে সকলেই উদ্যোগী হয়েছেন হামিদুর গ্রামপঞ্চায়েত। লকডাউনে গরীব ও দুঃস্থ মানুষ অসুবিধায় পড়তে পারেন। উপার্জন কমেছে সাধারনের।
হামিদপুর ঘাটে যাত্রী পারাপার ফ্রি করা হয়েছে বৃহস্পতিবার থেকে। লকডাউন অবধি কোন পয়সা লাগবে না। এই ফ্রি করার ফলে কৃষক দিনমজুর ও গ্রামীণ মানুষরা খুশি হবেন বলে আশাবাদী প্রধান হামিদপুর প্রধান জারেকা বিবি। তিনি জানান সাধারণ মানুষের কথা মাথায় রেখে সকলে একমত হয়ে এই নদী ঘাট ফ্রি করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য সাঞ্জিদা রহমান বলেন, লকডাউনের দিনগুলি ঘাটে কোন পয়সা লাগবে না।