অবতক খবর :: শিলিগুড়ি :: ১৩ মে :: লকডাউনে অনেকের বাবা-মা কাজ হারিয়েছেন। রোজগার না থাকায় অনেকের ঘরেই খাদ্য সঙ্কট সৃষ্টি হয়েছে। এরকম অ্যাথলিটদের পাশে দাঁড়াল তরাই অ্যাথলেটিক কোচিং সেন্টার।
বুধবার ৭০ জন দুঃস্থ খেলোয়াড়দের হাতে তুলে দিল চাল, ডাল, আটা, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এদিন এসব খাবার তুলে দেন জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সভাপতি মদন ভট্টাচার্য, তরাই অ্যাথলেটিক কোচিং সেন্টারের সভাপতি তপেশ ভট্টাচার্য, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস, প্রাক্তন অ্যাথলিট নারায়ণ দাস সহ অন্যরা।
তরাই অ্যাথলেটিক কোচিং সেন্টারের কোচ কার্তিক পাল বলেন, ‘এরপর আমাদের কর্মসূচি হবে গ্রামের খেলোয়াড়দের পাশে দাঁড়ানো। আমাদের কাছে গ্রামের অনেক খেলোয়াড়রা ইতিমধ্যে যোগাযোগ করেছেন।’