অবতক খবর :: বহরমপুর ::    লকডাউন এ মানুষের সময় কাটানো মুশকিল হয়ে পড়েছে। বাড়ির সমস্ত কাজ করলেও সময় হাতে থেকেই যাচ্ছে। বহরমপুর শহরের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ঘুড়ি ,সুতো ,লাটাই বিক্রি হতে।

বিভিন্ন ধরনের রংবেরঙের ঘুড়ি পসরা সাজিয়ে বসে আছে কিছু যুবক । আছে প্লাস্টিকের ঘুড়ি, সব মিলিয়ে রংবেরঙের আকাশ ছে এ গেছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মোদি ও অমিত শাহ জোড়ি নাম্বার ওয়ান ঘুড়ি। ১০ থেকে ২০ টাকা দাম দিয়ে বিক্রয় করছে একটি ঘুড়ি। ৫০ থেকে ১০০ টাকা সুতোর দাম ,লাটাই এর দাম ১০০ থেকে ১৫০ টাকা।

ঘুড়ি বিক্রেতারা জানাচ্ছেন লকডাউন এর কারণে ভালোই বিক্রি হচ্ছে। ক্রেতা জানাচ্ছেন বাড়িতে থেকে সময় কাটানো খুব মুশকিল হয়ে পড়েছে, তাই বাড়ির ছোটদের নিয়ে একটু ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করছি।