অবতক খবর :: বহরমপুর :: লকডাউন এর ফলে খুব জরুরী যানবাহন ছাড়া সবই বন্ধ হয়ে পড়ে আছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বহু শ্রমিক। লকডাউন এ আটকে পড়া ৫০ জন শ্রমিক কোন যানবাহন না পেয়ে কলকাতা থেকে পায়ে হেঁটে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন।
গত তিনদিন ধরে হেঁটে চলার পর মঙ্গলবার বহরমপুরে ভাবটা নামক একটি জায়গায় এসে পৌঁছালে, সেখানকার কিছু মানুষজন অসহায় শ্রমিকদের খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেন। এবং খাবার খাওয়ার পর পুনরায় শ্রমিকেরা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
একজন শ্রমিক জানান তিন দিন ধরে কোন খাবার তারা খাননি, কিছু সহৃদয় ব্যক্তি তাদের শুকনো খাবার দিলে সেই খাবার খেয়ে তারা হেঁটে চলেছে ঘন্টার পর ঘন্টা এবং রাতদিন এক করে। রাস্তায় বহুবার পুলিশের সম্মুখীন হতে হয়েছে এবং অসুবিধায় পড়তে হয়েছে। তাদের একটাই লক্ষ্য কি করে বাড়ি পৌঁছানো যায়। কিছু না হলেও প্রায় চারশো কিলোমিটার পথ পায়ে হেঁটে ঝাড়খন্ডে পৌঁছাতে হবে, এই লক্ষ্য নিয়েই মনের জরে তারা এগিয়ে চলেছেন।