অবতক খবর সংবাদদাতা :: রাজ্য জুড়ে বহু মানুষ খেতে পাচ্ছে না। কোথাও না খেয়ে দিন যাপন, আবার কোথাও কচুপাতা খেয়ে কোন মতে বাচার চেষ্টা করে যাচ্ছেন রাজ্যের অসহায় মানুষজন। রাজ্য সরকারের সেদিকে কোন দৃষ্টি নেই। নেতারা রাজ্য জুড়ে তারা রাজনীতি করতে ব্যাস্ত। রেশন নিয়ে রাজ্য জুড়েই চলছে নানা অব্যবস্থা। কোথাও দুকেজি চাল আবার কোথাও এক কেজি চালও দেওয়া হচ্ছে না।
বয়েস ৭০,স্বামীহারা গরীব মহিলা, ডিজিট্যাল রেশন কার্ড পান নি তাই রেশন নেই লক ডাউনে খাবার জোগাড় করতে ঘুরছেন দ্বারে দ্বারে । রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় এমনই একটি ঘটনা সামনে এসেছে। নাম- সাহেরা বেওয়া, স্বামী- মৃত মহিদুর আলি, গ্রাম- নন্দনপুর, থানা- গঙারামপুর, জেলা- দক্ষিণ দিনাজপুরের এই স্বামীহারা মহিলার কিছু না থাকলেও তাকে পর্যন্ত বিপিএল তালিকায় নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই গরীব মানুষ হওয়ার জন্য তার ডিজিট্যাল রেশন কার্ড এখনও পর্যন তৈরি হয়নি। রাজ্য সরকারের রাজনৈতিক দলের মিছিলে ঘুরতে পারেন না বলেই হয়তো বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। এই দুর্দিনেও তার সঙ্গে চলছে রাজনৈতিক শত্রুতা। বড় কার্ড থাকা সত্ত্বেও কোন কুপন পাননি ওই মহিলা।
এদিন ওই এলাকার এক মহিলা বিজেপি কার্যকর্তা স্মৃতিকণা দাস এলাকায় এলাকায় ঘুরে তার সাধ্যমত জিনিষপত্র দিতে গিয়েই এই ঘটনাটি সামনে এসেছে। তিন কেজি চাল, কিছু আলু ও অন্যান্য সবজি দেওয়া হয়েছে যেন তিনি কোন মতে বাচতে পারেন। বিজেপি নেত্রীর দাবি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা প্রশাসনকে অনুরোধ , এই দুর্দিনে মানুষের পাশে থাকুন। রাজনীতি না হয় পরে করা যাবে।