নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : রাজ্য সরকারের ডাকা লক ডাউন সফল করতে শহরের প্রতিটি এলাকায় চলছে পুলিশি টহলদারি। কোনো কারন বার্তাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে পথ চলতি মানুষ দের। রবিবার ছুটির দিনেও শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট, স্টেশন মোর, গোলাপ বাগ, নবাব হাট,পার বীরহাটা সহ একাধিক যায়গায় দেখা গেলো একি চিত্র। লক ডাউনের মধ্যে টোটো চালানোর অপরাধে পার বীরহাটা ফারিতে আটকে রাখা হলো টোটো গুলোকে। পাশাপাশি আকারনে বাইট, সাইকেল নিয়ে ঘোরাফেরার কারনে আটকে রাখাহলো বাইক, সাইকেল।
শিবশঙ্কর ঘোষ বলেন মানুষ সচেতন না হলে কিছু হবেনা। মানুষকে আগে সচেতন হতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দুরত্ব বজায় রাখতে হবে। তবে পুলিশকে আগের মত কঠর হতে হবে। এই লক ডাইনে পুলিশকে সেইরকম দেখছি না। পুলিশ যদি আরো কঠোর হয় তাহলে লকডাউন টা আরো সফল হবে বলে বলেন শিবশঙ্কর ঘোষ। আরো বলেন পুলিশ খুব ভালো কাজ করছে। আগের মানুষ অনেক সচেতন হয়েছে। তবে কিছু কিছু মানুষ অপ্রযোজনে যেমন বেরচ্ছে। আবার অনেক মানুষ প্রযোজনেও বেরচ্ছে।