অবতক খবর,২২ জুলাইঃ লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরোও এক যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা মজুমদারপাড়া এলাকায়। মৃতের নাম আনসুরা বিবি (32) এবং আহতের নাম পিন্টু সেখ (26)। তাদের বাড়ি বাগডাঙ্গা এলাকাতেই। ঐ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানাগেছে, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছিল পিন্টু। সেই সময় হঠাৎ ডোমকল থেকে কুশাবাড়িয়া গামি একটি লরি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। তাকে ধাক্কা মারার পর ঐ লরিটি পালিয়ে যাবার সময় রাস্তা পারাপার হচ্ছিল আনসুরা বিবি।
তাকে গিয়ে ধাক্কা মারলে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দূর্ঘটনার আওয়াজ শুনে ছুটে গিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। সেখানে আনসুরা বিবিকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।