অবতক খবর,১১ আগস্ট: স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর রহস্যজনক ভাবে খুনের ঘটনার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা বাখরপুর এলাকায়।
মৃত ওই ব্যক্তির নাম মাসাদুর শেখ।এর পরেই মৃতের বাড়ির লোকজন ও উত্তেজিত গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্ত ঐ মৃত ব্যক্তির স্ত্রী ফুলটুসি বিবির মাথার চুল কেটে গ্রামে ঘোরায়। পরবর্তীতে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় দিনমজুর মাসাদুরের সঙ্গে ফুলটুসি বিয়ে হয় বছর কয়েক আগে। বর্তমানে তাদের একটি সন্তানও রয়েছে।
অভিযোগ সম্প্রতি ফুলটুসি স্থানীয় বিড়ির ব্যবসায়ী ভাগ্য সাহার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এই নিয়ে ঝামেলার সূত্রপাত। পরিবারের অভিযোগ, ফুলটুসি তার পুরুষ সঙ্গীকে নিয়ে বাড়ি ছেড়ে আচমকা চলে যায়। পরবর্তীতে তাকে সালিশির মাধ্যমে শ্বশুরবাড়ির লোকজন ফিরিয়ে নিয়ে আনে।