অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- সামনে ২১ এর বিধানসভা ভোট কে লক্ষ্য রেখেই মুর্শিদাবাদে রাজনৈতিক প্রতিস্থাপন করতে চলেছে অল ইন্ডিয়া মিম। বিহারের বিধানসভা ভোটের সাফল্যের পর সংসদ আসাউদ্দিন ওয়েসি জানিয়েছিলেন কেন্দ্রের বিরোধী দলনেতা , জেলা মুর্শিদাবাদ মিম বিধানসভা ভোটে জমি ছাড়তে রাজি নয়।
.
কারণ মুর্শিদাবাদ জেলার বেশিভাগই মানুষ সংখ্যালঘু সেই সংখ্যালঘু মানুষদের হয়ে কিছু করতে চান আশা উদ্দিন ওয়েসি।আজ মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে সামনে বিধানসভা ভোটের প্রস্তুতি বলা যেতেই পারে। তবে প্রশাসনের তরফে জনসম্মুক্ষে সভা করার অনুমতি পাচ্ছে না এই দল।
দলীয় সূত্রে খবর বিধানসভা ভোটের আগেই মুর্শিদাবাদে প্রচারে আসতে পারেন মিম দলের সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসি। মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু জেলায় প্রায় ১৮ টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।
আগামী দিনে মুর্শিদাবাদে মানুষের ন্যায্য অধিকার দাবিতে তারা লড়াই চালিয়ে যাবেন বলেই খবর। আজ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় ১০০ জন মত মিম দলে যোগদান করলেন।