অবতক খবর , উত্তর দিনাজপুর : পুজোর আগে ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রবিবার ইসলামপুর বাস টার্মিনাসে লায়ন্স ক্লাব অফ ইসলামপুরের পরিচালনায় এবং প্রচেষ্টার সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতিতে অনেকেই রক্তদান করতে ভয় পাচ্ছে। কিন্তু রোগীর রক্তের প্রয়োজন হলে তার প্রাণ বাঁচাতে রক্তদান ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। আর পুজোর সময় সবাই আনন্দে মেতে থাকতে কিন্তু হাসপাতালে ভর্তি থাকা মুমূর্ষু রোগীর যাতে রক্তের অভাবে প্রাণ না হারাতে হয় সেই কথা মাথায় রেখেই এই রক্তদান শিবির আয়োজন করেছেন বলে জানান লায়ন্স ক্লাব অফ ইসলামপুরের সহ-সম্পাদক শুভজিৎ চৌধুরী।
এই শিবিরে দুই জন মহিলা রক্তদাতা সহ মোট ২৬ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহিত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানান উদ্যোক্তারা।