অবতক খবর,৬ এপ্রিল: লোকসভার নির্বাচনে আগে তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরালো বিরোধী বিজেপি।
শুক্রবার সন্ধ্যায় নৈহাটির সিং ভবনে দলীয় কার্যালয়ে ঋষি বঙ্কিম ব্লক-১ তৃণমূল সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সহ-সভাপতি শ্যামল তলাপত্র, শহীদ পরিবারের সুমিত্রা মন্ডল সদলবলে বিজেপি তে যোগ দিলেন। সেই সঙ্গে এদিন বীজপুর ও আমডাঙ্গা থেকে বিভিন্ন দলের কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন।
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কে গুন্ডা বলে সম্বোধন করে বলেন “জ্যোতিপ্রিয় মল্লিকের যে চক্র ছিল সেটা এই নৈহাটিতেও বিভিন্ন জমি কেলেঙ্কারিতে কাজ করেছে। শাহজাহানর জেলে গেছে কিন্তু এখনো পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী মত গরু, কয়লা পাচারকারি জেলার বাইরে আছে। ভোট পরবর্তী হিংসার জন্য যে ১৯ জন গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন দিয়েছিল তাদের মধ্যে অন্যতম পার্থ ভৌমিক। এই সমস্ত গুন্ডাদের যাতে নির্বাচনের আগে গ্রেপ্তার করা হয় সেই আবেদন নির্বাচন কমিশনে করা হবে।”
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক ও আহ্বায়ক যথাক্রমে বিজয় ওঝা ও অশোক দাস, বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রূপক মিত্র সহ অন্যান্য কার্যকর্তারা।